ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রামের পুলিশ সুপার জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম অদ্য ১১/০৩/২০২৩খ্রিঃ তারিখে চট্টগ্রাম সার্কিট হাউস এর সম্মেলন কক্ষে জাহাজ পুনঃ প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রনালয়। সভাপতিত্ব করেন জনাব জাকিয়া সুলতানা, সচিব, শিল্প মন্ত্রনালয়। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী শেখ ফয়েজুল আমীন ভারপ্রাপ্ত মহাপরিচালক, বিএসবিআরবি, অতিঃ সচিব, শিল্প মন্ত্রনালয়, জনাব ড. মোঃ আমিনুর রহমান এনডিসি, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম, জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা প্রশাসক, চট্টগ্রাম। স্পেশাল গেস্ট হয়ে আরও উপস্থিত ছিলেন H. E. Mr. IWAMA Kiminori Ambassador of Japan in Bangladesh  & Ms. Silje Fines Wannebo Charge d’affaires a.i. Royal Norwegian Embassy in Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *